সরকারি চাকরিজীবী মারা গেলে পারিবারিক পেনশন কে কে পাবে ? | Dofollow Social Bookmarking Sites 2016
Facing issue in account approval? email us at info@ipt.pw

Click to Ckeck Our - FREE SEO TOOLS

Ads Listing ALL
1
সরকারি চাকরিজীবী মারা গেলে পারিবারিক পেনশন কে কে পাবে ও পেনশনের উত্তরাধিকার কে কে ?একজন পেনশনার কিকি ভাতাদি পেয়ে থাকেন?

এই আর্টিকেল থেকে নিম্ন লিখিত বিষয়সমূহ জানা যাবে :
পেনশনের উত্তরাধিকার কে কে ?
পারিবারিক পেনশন কে পাবে
সরকারি চাকরিজীবী মারা গেলে পেনশন কে পাবে ?
একজন পেনশনার কি কি ভাতাদি পেয়ে থাকেন?
বর্তমানে সর্বনিম্ন পেনশনযোগ্য চাকরিকাল কত বছর?
কত বছর চাকরি হলে একজন সরকারি কর্মচারী পূর্ণহারে পেনশন পেতে পারেন?
কোন্ কোন্ ক্ষেত্রে ২৫ বছর চাকরি না হলেও পেনশন প্রদান করা যেতে পারে?
আনুতোষিকের বর্তমান হার কত?
একজন পেনশনার কিকি ভাতাদি পেয়ে থাকেন?
বর্তমান বিধান অনুযায়ী পেনশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ কত?
প্রশ্নঃ মৃত্যু সরকারি কর্মচারী পরিবার রেখে মারা গেলে পরিশোধযোগ্য আনুতোষিক কারা কি হারে প্রাপ্য হবেন?
উত্তরঃ মৃত্যুকালে সরকারি কর্মচারীর পরিবার থাকলে নিম্নবর্ণিত ভাবে পরিশোধযোগ্য আনুতোষিক প্রদেয় হবেঃ
(ক) মনোনয়নপত্রে উল্লিখিত অংশ মনোনীত ব্যক্তি পাবেন।
(খ) যদি কোন মনোনয়নপত্র দাখিল করা না হয় অথবা অংশ বিশেষের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয় তবে যে অংশের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয় নাই তা পরিবারের সকল সদস্য সমান অংশ পাবেন। তবে নিম্নবর্ণিত সদস্যগণ এ অংশ প্রাপ্য হবে না-
(i) ২৫ বছর বয়সের ঊর্ধ্বের পুত্রগণ; (ii) মৃত পুত্রের ১৮ বছর বয়সের ঊর্ধ্বের পুত্রগণ; (iii) বিবাহিত কন্যা, যার স্বামী জীবিত আছে; (iv) মৃত পুত্রের বিবাহিত কন্যা, যার স্বামী জীবিত আছে।
(গ) তবে সরকারি কর্মচারীর মৃত সন্তান জীবিত থাকলে যে অংশ পেতেন উক্ত অংশ তার বিধবা স্ত্রী বা স্ত্রীগণ এবং সন্তান সন্ততিগণ সমান অংশে প্রাপ্য হবেন।

https://shafinit.com.bd/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87/

Comments

Who Upvoted this Story